ভাবের আবেশে কহে গৌরাঙ্গ রায়।
কৃষ্ণ গেল গোচারণে কান্দে উভরায়।।
পুন কহে প্রাণনাথ ধবলীর সনে।
সখাগণ লঞে নাথ গেলা সে বিপিনে।।
ক্ষণে কৃষ্ণ কৃষ্ণ বলি করয়ে রোদন।
ক্ষণে বৃন্দাবনের পথ করে নিরীক্ষণ।।
গোরা মুখ হেরে কান্দে সহচরগণ।
না বুঝল বলরাম বৃথাই জীবন।।