ভাবের অন্তরে ভাবের উদয়
তাহার উপরে ভাব।
ফুলের মধু চাঁপার পাখড়ি
গন্ধেতে দিল লাভ।।
বড় বড় জন রসিক কহয়ে
রসিক কেহ ত নয়।
তর তম করি বিচার করিলে
কোটিকে গুটিক হয়।।
কোন রসে কোন রসের উদয়
কোন সুখে কোন সুখ।
তাহার মাধুরী পশিয়া না পিয়ে
এ বড় মনের দুখ।।
সবার উপরে কি বা সে ঝামরু
তাহার উপরে কে।
ও রূপ দেখিয়ে মরম করয়ে
রসিক কহায় সে।।
মৃত্তিকা উপরে আর এক মেওয়া
তাহার উপরে সুধা।
সুধার উপরে যে মিষ্টতা আছে
বসি ধনী পিয়ে জুদা।।