ভানু-কিরণ যছু অঙ্গ না পরশই
অঙ্গন বাহির ন যাতি।
সো আজ যামিনী কুঞ্জে একাকিনী
তিমিরে পোহায়ল রাতি।।
মাধব কোন করব তোহে রোখ।
যাকর চীত পিরিতি লাগি দগধয়ে
সোপলি তাকর দোখ।।
তৈছন মধুর প্রেম তুহুঁ ছোড়লি
বেঁধলি হৃদয় মাহা শেল।
চপল পরাণ তেজব মানিনি
ইথে কিএ সংশয় ভেল।।
তুহুঁ নব নাগর নাগরিগণ মণ্ডিত
সুখে করহ অব রাজ।
গোবিন্দদাস কহই পুন মাধব
জনি করএ হেন অকাজ।।