ভাদ্রে ভাস্করতাপ সহনে না যায়।
কাদম্বিনীনাদে নিদ্রা দূরেতে পালায়।।
যার প্রাণনাথ প্রভু না থাকে মন্দিরে।
হৃদয়ে দারুণ শেল বজ্রাঘাত শিরে।।
ও গৌরাঙ্গ প্রভু হে বিষম ভাদ্রের খরা।
জীয়ন্তে মরিল প্রাণনাথ নাহি যারা।।
ভাদ্রে ভাস্করতাপ সহনে না যায়।
কাদম্বিনীনাদে নিদ্রা দূরেতে পালায়।।
যার প্রাণনাথ প্রভু না থাকে মন্দিরে।
হৃদয়ে দারুণ শেল বজ্রাঘাত শিরে।।
ও গৌরাঙ্গ প্রভু হে বিষম ভাদ্রের খরা।
জীয়ন্তে মরিল প্রাণনাথ নাহি যারা।।