ভাগ্যবতী যমুনা মাঈ।
যার এ কূলে ওকুলে ধাওয়া ধাই।।
শ্বেত শাঙল দোন ভাই।
যার জলে দেখে আপন ছাই।।
যমুনার জলে কিবা শোভা।
এ যদুনন্দন—মনলোভা।।