ভজ ভজ হরি মন দৃঢ় করি
মুখে বোল তার নাম।
ব্রজেন্দ্রনন্দন গোপীপ্রাণধন
ভুবনমোহন শ্যাম।।
কখন মরিবে কেমনে তরিবে
বিষম শমন ডাকে।
যাহার প্রতাপে ভুবন কাঁপয়ে
না জানি মর বিপাকে।।
কুলধন পাইয়া উনমত হৈয়া
আপনাকে জান বড়।
শমনের দূতে ধরি পায়ে হাতে
বান্ধিয়া করিবে জড়।।
কিবা যতি সতী কিবা নীচ জাতি
যেই হরি নাহি ভজে।
ভবে জনমিয়া ভ্রমিয়া ভ্রমিয়া
রৌরব নরকে মজে।।
দাস লোচন ভাবে অনুক্ষণ
মিছাই জনম গেল।।
হরি না ভজিলুঁ বিষয়ে মজিলুঁ
হৃদয়ে রহল শেল।।