বড় দুঃখ পাই সই বড় দুঃখ পাই।
শ্যাম-অনুরাগে নিশি জাগিয়া পোহাই।।
অরাজক হৈল দেশ মদন দুরাচার।
অন অবসরে লুটে দোহাই দিব কার।।
বসন্ত দুরন্ত তায় আনলে পোড়ায়।
চন্দ্র-মণ্ডল হেরি হিয়া চমকায়।।
মাতল ভ্রমরগণ নাহি মানে কাহে।
লুকাইতে নাহি ঠাঞি শিখি দরশায়ে।।
দারুণ কোকিলা রে পরাণ লৈতে চায়।
কুহু কুহু করিয়া মধুর গীত গায়।।
তোলা বিকে সব গেল রহি গেল কাজ।
যৌবনের সঙ্গে দিলুঁ জীবন বেয়াজ।।
ফুল-শরে জর জর হিয়া চমকায়।
গোবিন্দদাসের তনু ধূলায় লোটায়।।