বড়েঁ মনোরথেঁ সাজু অভিসার,
পিসুন নয়ন বারি।
কাজ ন সীঝল ততে রহল
হমে অভাগলি নারি।।
সাজনি, হমর দিবস দোস।
গুরুঅ পূরব পাপ পরাভবি
কওনে করেব রোস।।
ন ঘর রহলু, ন পর ভেলহুঁ,
ন পুরু হৃদয় সাধ।
আধহি পথ সসী হসি উগল
তেঁ ভেল গমন বাধ।।
মোরেঁ আসেঁ পিআসল মাধব
হোএত মো বড় পাপ।
সিব সিব সিব জাঅো দূর জিব,
সহএ কে পার তাপ।।
আপদঁ অধিক ধৈরজ করব,
ধৈরজ সবেঁ উপাএ।
ভন বিদ্যাপতি হোএত মনোরথ
হরি রহু মন লাএ।