বড়ি বড়াই সবে নহি পাবই
বিধি নিহারই যাহি।
অপন বচন জে প্রতিপালয়
সে বড় সবহু চাহি।।
সাজনি সুজন জন সিনেহ।
কি দিয় অজর কনক উপম
কি দিয় পসান রেহ।।
ও জদি অনল আনি পজারিয়
তইও ন হোয় বিরাম।
ই জদি অসি কি কসি কই কাটী
তইও ন তেজয় ঠাম।।
গরল আনি সুধারসে সিঞ্চিঅ
সীতল হোমায় ন পার।
জইও সুধানিধি অধিক কুপিত
তইও ন বরিস খার।।
ভন বিদ্যাপতি সুন রমাপতি
সকল গুন নিধান।
অপন বেদন তাকো নিবেদিঅ
জে পরবেদন জান।।