বড়ঈ চতুর মোর কান।
সাধন বিনহি ভাঁগল মঝ মান।।
জোগী বেস ধরি আওল আজ।
কে ইহ সমুঝব অপরুব কাজ।।
সাস বচন হম ভীখ লই গেল।
মঝু মূখ হেরইত গদ গদ ভেল।
কহ তব ‘মান -রতন দেহ মোয়।’
সমঝল তব হম সুকপট সোয়।।
জে কিছু কয়ল তব কহইত লাজ।
কোঈ না জানল নাগররাজ।।
বিদ্যাপতি কহ সুন্দরি রাঈ।
কিএ তুহু সমুঝবি সে চতুরাঈ।।