ব্রজ নিজ জনসঙ্গে কত কত ধাওত
অর কত কুলবতী নারী।।
জয় জয়কার করত নব বধূগণ
কনক কুম্ভ ভরি বারি।।
আনন্দ কো কহু ওর।
রসবতী ঠাড়ে অট্টালিকা উপরি
হেরইতে দুহুঁ দিঠি লুব্ধ চকোর।।
নয়নে নয়নে কত প্রেমরস উপজত
দুহুঁ মন ভৈগেল ভোর।
প্রেম রতন ধন দোঁহে দুহাঁ পিয়াওল
দুহুঁ চিত দুহুঁ করু চোর।।
চলইতে চরণ অথির যদুনন্দন
শিথিল পীত পটবাস।
নিজ নিজ মন্দিরে সব কোই আয়ল
কহতহি গোবিন্দদাস ।।