বেশ ভূষণে সজ্জা করে পাড়ি দিতে যমুনারি পারবে না রে মনা বেপারি।
সুরধুনী তটে যাইতে, গরল ছাইড়ে সরল হৈতে
কাজ কিরে তোর একতার দু-তার, দস্তপান্না আর জটাধারী।
কথায় কথায় শ্লোক বলে, রশি ফেলে লোকের গলে,
ত্রিশ অক্ষরের মর্ম বলে, কাজ করিল দাগাদারী।
উত্তর দিতে চাতুরালি, অন্তরে তার কেবল খালি,
শরার হুকুম সকল ফেলি, দীর্ঘ কল্কি হাতে ধরি।
ঠকাতে পুলিশের তরে, ঢং ধরিল তরে তরে,
মোকামে মোকামে ঘুরে, কৃষ্ণ জুব্বা অঙ্গে পরি।
যে যে কার্য শাস্ত্রে মানা, বলে এসব হালাল জানা,
কিছুমাত্র নাই মানা, আপনা বেগ্না সমান করি।
দেখরে জগতের স্বামী, সেইত আছে অন্তরযামী,
তোমার যত বিপথগামী, নিমিষে যায় বরাবরি।
গরল ছাড় সরল ধর, অন্তর বাহার সমান কর,
আপন স্বার্থ মূলে মার, পার হৈতে যমুনারী।
জহুরুল হুছনে কয়, শরা ছাড়া মারফত নয়,
নমাজ রোজা করে আদায়, শিখে লওরে দোকানদারী।