বেশ বনাই বদন পুন হেরই
পদে পড়ু বারহি বার।
ঢর ঢর লোর চরকি পড়ু লোচনে
নিজ তনু নহে আপনার।।
সুন্দরি কোরে আগোরল কান।
দেহ বিদায় মন্দিরে হাম যাওব
দিনকর করত পরাণ।।ধ্রু।।
কানুক চীত থীর করি সুন্দরি
কুঞ্জহি বাহির ভেল।
বসনহিঁ ঝাঁপি অঙ্গ মণিমঞ্জির
নিজ মন্দিরে চলি গেল।।
রতন শেজ পর বৈঠলি রসবতি
সখিগণ ফুকরই চাই।
রজনি পোহায়ল গুরুজন জাগল
গোবিন্দদাসিয়া বলি যাই।।