বেশ বনাই পহিরি পুন শাড়ি।
যব পহু-আগে রহলি ধনি ঠাড়ি।।
হেরইতে কানু সিনায়ল লোরে।
মাতল রোই ধরল ধনি কোরে।।
দারুণ দুরবিহি দুরযশ নেল।
হিয় মাহা হানল গরলক শেল।।
কোরহি বৈঠলি মুগধিনি রাই।
বসনহি ঝাঁপি রোই শির নাই।।
শির পর শির ধরি রোয়ই কান।
কাঁপি সঘন পুন হরল গেয়ান।।
মুরছি গোরি পড়লি খিতি মাহ।
পুন করি কোরে রোই বর নাহ।।
লুঠই ধরণি পহু কর উর তারি।
ভোরি রোয়ত নাহ ধনি অলকারি।।
মুখ হেরি রোই করই আশেয়াস।
ছল ছল দিঠি-জলে গদগদ ভাষ।।
চুম্বি আলিঙ্গি সাতায়লি শ্যাম।
লেই ধনি গেহ চলব বলরাম।।