বেশ করে প্রিয় সহচরী।
সাজায়ল নবীন কিশোরী।।
ত্বরিতে চলল কুঞ্জ পথে।
প্রিয় সহচরীগণ সাথে।।
গতি যেন মরালের বঁধু।
ধরণীতে চলে যেন বিধু।।
রাই মুখ শশধর বলি।
চকোর ধাইল আর অলি।।
রাই করে দোহারে বারণ।
আঁচরে ঝাঁপি নিজ বদন।।
প্রবেশিল নিকুঞ্জ মন্দিরে।
মিলল শ্যাম সুনাগরে।।
বলরাম দাস কহে দোঁহে ভোর।
বৈঠল বন্ধুয়াক কোর।।