বেরাইতে রাধা নাহি পড়ে বাধা
পশরা লইতে মাথে।
তবে কি এ পথে পশরা লইয়া
আসিথু বড়াই সাথে।।
সব গোপীগণ বিরস বদন
কহিছে কানুর কাছে।
”বিকি গেল বয়ে বেলা সে উচর
অনুরথ হয় পাছে।।
অবলা দেখিয়া পথের মাঝারে
এত পরমাদ কর।
তোমার চরিত বুঝিতে না পারি
কুবুদ্ধি ছাড়িতে নার”।।
রাই বলে ”তুমি গোকুলে বসতি
শুনেছি তোমার রীত।
যমুনার জলে কেহ যেতে নারে
তাহার হরহ চিত।।
কদম্ব কাননে বসিয়া থাকহ
পরিয়া কদম্ব ফুল।
অবলা দেখিয়া বাঁশী বাজাইয়া
সবার হরহ কুল”।।
চণ্ডীদাসে বলে শুন বিনোদিনী
কানুর চরিত বাঁকা।
যমুনা যাইয়া কে ধনী আসিব
তাহার যৌবনে ডাকা।।