বেনাঞা চাঁচর চুল তাহাতে সুগন্ধ ফুল
সনার ঝাঁপা দুলে চারূপাসে।
ভালে সে তিলকাবলি নব গোরচনা ভালি
মাএর মনেতে ভালবাসে।।
দসন মুকুতা-পাতি কি তার কহিব জুতি
অধর বান্দুলি-সমতুল।
নাসা যেন কির-সম সুকের হইছে ভ্রম
ফল বলি করয়ে আকুল।।
নয়নজুগল-কনে কাজল সাজল মেনে
নাসাএ মুকুতা হুল দুটি।
বাহুতে বলয়া সাজে রবি লুকাইছে লাজে,
করে সোভে সনার বাহুটি।।
চরণে মগ * রাজে রতন ঘুঁঘুর বাজে
আধ আধ বচন রসাল।
সনার পদক তায় স্যামঅঙ্গে সোভা পায়
জমুনাতে * * * * ভাল।।
জাদু চলে হামাগুড়ি জসদা আনন্দ বড়ি
করে দিল চাছির লাডুয়া।
খাইতে খাইতে দোলে * * * * * স বোলে
জসদার সুখি হএ হিয়া।।
“খেলাহ আগিনা-মাঝ আমি করি গৃহ-কাজ
তু মোর জাদ * * * * *।
এখানে বসিয়া খেল তবে সে বাসয়ে ভাল
আর দিব ই খির-লবণি।।”
সুনিঞা মাএর বাণি হয় * * * * বনি
চাঁছির লাডুয়া খাই সুখে।
বোলে আধ আধ বাণি দধি মথে নন্দরাণি
চণ্ডিদাস বসি তাহা * * ।।