বেদ বেদ বর্ণ চারু সে পূরিত
এক চক্রবর্ত্তী সাই।
সপ্ত সপ্ত শত সহস্র মেদুল
মন্যাহি পল্লব যাই।।
তাহে শশঙ্কর দীপ্ত নবপর
দশমী দয়র অংশে।
কর্ম্মিশ মানগ তিপর যাকর
ওখল ভেল আতংশে।।
পট কি টাটক ফণী মণি দশপর
সে দশ যাকর আগি।
মেঘল খগতি তদুপর যো রীতি
বেণী বেণীক লাগি।।
মমিস আসপাশ তারপর যো রয়া
সুরস যাঁহাকে লাগে।
* * * * * *
বারহি অক্ষর চৌদহি যে রহে
সোবহি গেলহি ধন্ধ।
চণ্ডীদাস কহে– যাকর আশপর
বেড়ল সাতহি ধন্ধ।।