বৃষভানু-নন্দিনী নন্দ-নন্দন
রতনমন্দির-মাঝ রে।
কেলিকুঞ্জ-তীরে শোভিত কানন-
কল্পদ্রুম ছাহ রে।।
নীপ তরুবরে পল্লব ফুলভরে
পরশি বিহার করে রে।
ফুল্ল মালতি কমল মাধ্বিক
বহই মন্দ সমীর রে।।
মাতল অলিকুল সারী শুক পিক
নাচত অনুখন মৌর রে।
রাই কানু দুঁহে দ্যূত খেলত
হারি রাখত হার রে।।
চৌদিকে বেঢ়ল ললিতা সখিগণ
বসন ভূষণ সাজ রে।
যৈছন জলধরে উদিত সুধাকরে
শোভিত উড়ুগণ মাঝ রে।।
রাই যব ধরি জিতই লাগল
দশ পঞ্চ বলি ডাকই রে।
কতহুঁ রতিপতি উদিত ভৈ গেল
হেরি আকুল কান রে।।
শ্যাম চঞ্চল করই চুম্বন
করহি বারত গোরি রে।
রোখ লোচন কমল মানু মন
ভৃঙ্গিক জলচারি রে।।
রাই জিতল হটল মাধব
ধরল রামাকি হার রে।
রোখে পাই পুন হার ধরি রহুঁ
ছিঁড়ি দুহুক মাল রে।।
মদন কলহে দুহুঁ কত ভঙ্গি
করতহি হেরি সখি হাস রে ।
পুনহি খেলত হার ধরি রহু
বদত গোবিন্দদাস রে।।