বৃষভানুনন্দিনী নব অনুরাগিণী
তুরিতে করত অভিসার।
সঙ্গিনী রঙ্গিণী প্রেমতরঙ্গিণী
মন্দির হোই বাহার।।
চলইতে চরণে নূপুর তহি বেলিতে
সুমধুর মধুর রসাল।
হংসগমনে ধনি আওল বিনোদিনী
সখীগণ করি লেই সাথ।।
রসিক নাগর বর বিদগধ শেখর
তুরিতে মিলাল ধনিপাশ।
দুহুঁ দোঁহা দরশনে উলসিত লোচনে
নিরখই গোবিন্দদাস।।