বৃন্দা-রচিত কতেক পরকার।
সখিগণ আনল বহু উপহার।।
রতন-থারি ভরি রাখল তাই।
বারি ঝারি ভরি দেওল যাই।।
রতন-আসন পর বৈঠল কান।
ভোজন-কয়ল আপন মন মান।।
আচমন সারি তলপে মুখবাস।
ভোজন করু ধনি সখিগণ পাশ।।
যো কছু শেষ ভুজল সখি সাথ।
আচমন কয়ল মুছল পদ হাত।।
শ্যাম-বামে ধনি বৈঠল যাই।
প্রিয়-সহচরি কোই তাম্বুল যোগাই।।
শুতল শেজে রাই ঘনশ্যাম।
চামর বিজন করু দাস বলরাম।।