বৃন্দা দেবি নিজ পরিজন সঙ্গহি
গাগরি ভরি মধু লেই।
সখি সঞে রাই কানু যাহাঁ বৈঠই
তাহিঁ লাই সব দেই।।
ইহ অপরূপ মধুপানকি রীত।
রাধা শ্যাম সবহুঁ সখিগণ সঞে
পিবইতে মাতল চীত।।ধ্রু।।
কাহুঁক গলিত চিকুর কোই চীরহি
কোই পড়ল মহি মাতি।
কানুক মোর মুকুট মুরলী খসি
মুখ সঞে খিতি গড়ি যাতি।।
রাইক বেণি গলিত কুচঅম্বর
শ্যাম উপরে পড়ু ঢোরি।
উদ্ধবদাস পাশ রহি হেরইতে
তনু মন ভৈ গেল ভোরি।।