বৃন্দা কহে পঢ় শারি শারী পঢ়ে মনোহারী
জলজনয়নী ধনী রাধে।
জগন্নারীর গর্ব্বহারী জয় রাধে সুকুমারী
কৃষ্ণপ্রিয়া কৃষ্ণসর্ব্বসাধে।।
সুনাগরী সুসাধিকে কৃষ্ণচিত্তমরালিকে
কহে শারী ধনী অতি ধন্যা।।
জগততরুণীশ্রেণী কলাশিশক্ষাগুরুমণি
ভুবন ভরিল যশবন্যা।।
সর্ব্বগুণ মণি খনি প্রেমসুধানিধি ধনী
ত্রিভুবন সাধ্বীগণবন্দ্যা।
ভূবনপূজিতা ধনী বৃন্দারণ্যরাজ্যরাণী
লক্ষ্মী জিনি স্বয়ং লক্ষ্মীছন্দা।।
সর্ব্বসল্লক্ষণময়ী সুসদ্গুণ সুসঞ্চরী
প্রণম্য প্রণয়ে নিরমলা।
অজিত করল বশ হেন প্রেমসুধারস
বৃন্দারণ্যে স্বয়ং লক্ষ্মী ভেলা।।
রাসনৃত্য বেশ হাস সৎকলাদি পরকাশ
প্রেমনব্যরূপভরা ধনী।
বল্লবীগণের ঈশা নাগরেন্দ্র অহর্নিশা
পূরে বাঞ্ছা রাধা গুণমণি।।
রাই কৃষ্ণের দুনয়ন রাই কৃষ্ণের প্রাণধন
রাই কৃষ্ণের গলে চম্পমালা।
এ যদুনন্দন কহে এই কভু আন নহে
যাতে রাস তুরঙ্গে ধরিলা।।