বৃন্দাবন শুক-শারিক-কোকিল-
অলিকুল-মঙ্গল-গানে।
রবই কপোত তবহিঁ চরণাউধ
দশ দিশ ভরল নিসানে।।
হরি হরি কোন চিয়ায়ব মোর।
নিশি পরভাত তবহিঁ নাহি জাগত
ঘুমল যুগল কিশোর।।
ঝামর দীপ সুধাকর ধূসর
দিশি ভরু অরুণিম-কাঁতি।
কুমুদিনি ছোড়ি নলিনিগণে ধাবই
আকুল মধুকর-পাঁতি।।
মন্দির শূন হেরি বরজ-মহেশ্বরি
করলহি বিপিন-পয়াণে।
ললিতা-কাতর বচন-সুধা কব
বলরাম শূনব কাণে।।