বৃন্দাদেবীবিরচিত কুসুমহিন্দোলা।
তাহাতে বসিলা অতি আনন্দে বিভোলা।।
রাইকানু সমুখা সমুখি মুখ হেরে।
ললিতা বিশাখা সখী ঝুলায় দোহাঁরে।।
হেরইতে সখীগণ দুহুঁ মুখচন্দ।
নাচত কোই গাওয়ে পরবন্ধ।।
খেনে অতি বেগে ঝুলয়ে খেনে মন্দ।
জলদে বিজুরি জনু ঐছন ছন্দ।।
দুহুঁ পর কুসুম বরিখে সখি মেলি।
হেরই মাধব দুহুঁজনকেলি।।