বিহ মোর পরসন ভেল।
রঘুপতি দরসন দেল।।
দেখলি বদন অভিরাম।
পূরল সকল মন কাম
জাগি উঠল পচোবান।
বসি নহি রহল গেয়ান।।
ভনই বিদ্যাপতি ভান হে।
সুপুরুখ ন কর নিদান হে।।
বিহ মোর পরসন ভেল।
রঘুপতি দরসন দেল।।
দেখলি বদন অভিরাম।
পূরল সকল মন কাম
জাগি উঠল পচোবান।
বসি নহি রহল গেয়ান।।
ভনই বিদ্যাপতি ভান হে।
সুপুরুখ ন কর নিদান হে।।