বিহির কি রীতি পিরিতি-আরতি
গোরা রূপে উপজিল।
যাহার এ পতি সেই পুণবতী
আনে সে ঝুরিয়া মৈল।।
সজনি কাহারে কহিব কথা।
নিরবধি গোরা বদন দেখিয়া
ঘুচাব মনের বেথা।।
সে গোরা গায় ঘাম-কিরণে
নিন্দয়ে কতেক চাঁদে।
গলায় রঙ্গণ- কলিকার মালা
নারী-মন-বান্ধা ফান্দে।।
বাহুর বলনি অঙ্গের হেলনি
মন্থর চলনি-ছান্দে।
আছুক আনের কাজ কি মদন
বিনিয়া বিনিয়া কান্দে।।
শ্রবণে সোনার মকর-কুণ্ডল
রঙ্গিণী-পরাণ গিলে।
গোবিন্দদাস কহয়ে নাগর
হারাই হারাই তিলে।।