বিহানে উঠিঞা যেই ডাঁড়াইলাম পথে।
আসি এক গোয়ালিনী ধরিলেক হাথে।।
হাসিঞা গোপিনী সব কাল কাল বল্যা।
অপমান কর্যা কত গাএ দিলে ধূলা।।
ঢাকিঞা ক্ষীরের নাড়ু রাখিঞা আঁচলে।
বারে বারে দেখাইঞা ধর ধর বলে।।
ক্ষীর সর নবনী যাচাঞা দিঞা মোরে।
চোর বল্যা কেহো কেহো বান্ধে দুটি করে।।
মা বল্যা ডাকিতে চাহি মনে ভয় পাঞা।
খরতর ধরে মুখ বসনে ঝাঁপিঞা।।
কেহো কেহো ধরে মোর ধড়ার আঁচলে।
শুনি দীনবন্ধুদাস ভাসে প্রেমজলে।।