বিহরতি রাসে রসিক বলরাম।
রূপ হেরি মুরছিত কত শত কাম।।
কত শত নব নাগরি অনুপাম।
অবিরত সেবই পূরু মনকাম।।
সিত কলেবর মনোহর ধাম।
জগজন রমইতে যাকর নাম।।
তঁহি রস আবেশ ভঙ্গি সুঠম।
কি কহব জ্ঞান পঁহুক গুণগাম।।
বিহরতি রাসে রসিক বলরাম।
রূপ হেরি মুরছিত কত শত কাম।।
কত শত নব নাগরি অনুপাম।
অবিরত সেবই পূরু মনকাম।।
সিত কলেবর মনোহর ধাম।
জগজন রমইতে যাকর নাম।।
তঁহি রস আবেশ ভঙ্গি সুঠম।
কি কহব জ্ঞান পঁহুক গুণগাম।।