বিস্ময় ভাবিলা বালক সকল
কহিতে লাগিলা তায়।
“এ জন নন্দের ভবনে জন্মিল
ধরিয়া মানুষ-কায়।।
কেবল ঈশ্বর দেব দামোদর
নহিলে এমন হয়।
নানা সে আপদ সঙ্কট নিকট
ঘুচায় সবার ভয়।।
বিষপান বেলা সবাই মরিলা
এই সে যমুনাতটে।
অমৃত দৃষ্টিতে চাহিয়া বাঁচায়ে
সকল বালক উঠে।।
অঘাসুর আদি যতেক অসুর
সকলি করিল ধ্বংস।
বুঝিল সাক্ষাতে এমন সম্পদ
কেবল দেবের অংশ।।
আজি হৈতে ভাই সকল রাখাল
কানাই-কাঁধেতে না চড়।
উচ্ছিষ্ট ভোজন মুখে মুখে দিতে
এ মেনে সবাই ছাড়।।”
চণ্ডীদাস বলে শুন সখাগণ
অপার যাহার লীলা।
রাখালমণ্ডলে রাখালি করিয়া
করে নানা মত খেলা।।