বিষেতে জিনিল সর্ব্ব গা।
গা মোর কেমন করে নাহি চলে পা।
প্রেম নহে পিরীতি নহে বাদিয়ার তন্ত্র ।
কাল সাপে খেদাইলে নাহি শুনে মন্ত্র ।।
কোথায় গরল তার কোথা তার বিষে।
প্রতি অঙ্গে গরল ভরা জীয়াইবে কিসে।।
সৎ ঔষধ তার কদম্বের তলা।
জীয়াইতে থাকে সাধ তথা নিয়া পেলা।।
জ্ঞানদাসেতে কয় তারে ভাল জানি।
জীয়াইতে পারে সে রসিক-শিরোমণি।।