বিষম হইল বড় শ্যামবন্ধুর লেঠা।
লোড় করিতে ননদমাগী
দেয় সেই খোঁটা।।
কালি বিকাল- বেলায় আমরা
যাইতেছিলাম জলে।
ঠেকরা মার্যা কলসী কাড়্যা
রাখ্ল লৈয়া ঘরে।।
বড় ভয় কর্যা আর
না বার্যালাম নাছে।
মন মুরছি বসিয়া যে
রহিলাম এক-পাশে।।
দণ্ড চারি বেলা থাকতে
আইল তার ভাই।
কত কথা কৈলে তার
লেখাজোখা নাই।।
কি কৈলাম কোথা দেখলে
কেবা দিলে বল্যা।
লোচন বলে আগো দিদি
সে চৌখ ছয়রথ খাল্যা।।