বিষম হইল কালার প্রেম লাগে শেলি।
ঝুড়িয়া ঝুড়িয়া কান্দে পরাণ-পুতলী।।
যত যত পিরিতি করিয়াছে মোরে।
আঁখরে আঁখরে লেখা হিয়ার ভিতরে।।
হাসিয়া পাঁজর কাটা কইয়াছে কথা খানি।
সোঙারিতে চিতে উঠে আগুনের খনি।।
নিরবধি বুকে থুইয়া চায় চোখে চোখে।
এ বড় দারুণ শেল ফুটি রইল বুকে।।
হিয়ায় ধরিয়া কবে দেখিব মুখখানি।
বলরাম বলে হিয়ায় দারুণ আগুনি।।