বিলাস করেন রাই কুঞ্জে শ্যাম সনে।
হেনকালে দূরে দৃষ্ট হইল আয়ানে।।
কম্পিত হইল রাই দেখিয়া আয়ান।
শ্যামপদ ধরি বলে আজ হারাইলাম প্রাণ।।
মোর প্রাণ যায় যদি খেদ নাহি করি।
আমার লাগিয়ে প্রাণ হারালে মুরারি।।
শুনি কহে বংশি-বয়ান কোন মন্ত্রে দীক্ষা আয়ান
বল বল শুনি কমলিনী।
শুনি কহে বিনোদিনী শুন ওহে চিন্তামণি
কালী-মন্ত্রে দীক্ষা আয়ান জানি।।
হাসি হাসি কালো শশী বাঁশিরে করেন অসি
বনমালা মুণ্ডমালা হয়ে রে।
দেখিতে দেখিতে ইচ্ছাময়ের ইচ্ছামত
মোহন চূড়া মুকুট হইল শিরে।।
অঙ্গেতে রুধির বিন্দু ললাটেতে অর্দ্ধ ইন্দু
শোভে যেন ইন্দুবর জিনি।
নরশির কটী পরে মরি কিবা শোভা ধরে
নরশিরধারিণী রুদ্রাণী।।
শোভে লোলরসনা ঘোররবা বিবসনা
সাধকেরে বর-প্রদায়িনী।
হেরিয়ে গোবিন্দদাস গলেতে নিয়ে বাস
পূর্ণ আশ পূরালেন ভবানী।।