বিরহ ব্যাকুল বকুল তরু-তর
পেখল নন্দকুমার রে।
নীল নীরজ নয়ন সয়ঁ সখি
ঢরই নীর অপার রে।।
পেখি মলয়জ-পঙ্ক মৃগমদ
তামরস ঘনসার রে।
নিজ পানি-পল্লব মূদি লোচন
ধরনি পড়ু অসম্ভার রে।।
বহই মন্দ সুগন্ধ সীতল
মন্দ মলয়-সমীর রে।
জনি প্রলয় কালক প্রবল পাবক
দহই সূন সরীর রে।।
অধিক বেপথ টূটি পড়ু খিতি
মসৃন মুকুতা-মাল রে।
অনিল-তরল তমাল তরুবর
মুঞ্চ সুমনস জাল রে।।
মান-মনি তেজি সুদতি চলু জাহি
রাএ রসিক সুজান রে।
সুখদ স্রুতি অতি সরস দণ্ডক
কবি বিদ্যাপতি ভান রে।।