বিরহ-বেয়াধি- বেয়াকুল সো পহুঁ
বরজল ধৈরজ লাজ।
বাসর যামিনি বিলপি গোঙায়ই
বসি বসি বিপিনক মাঝ।।
বিধুমুখী বেদন কি কহব আজ।
বিষম-বিশিখ-শর বরিখণে জরজর
বিকল বরজ-যুবরাজ।।
বহু বৈদগধি বিবিধ-গুণ-চাতুরি
বিছুরল সবহুঁ মুরারি।
বরিখক ঠামে বোল তোহে পাবই
বাউর ভেল বন-মালি।।
বেশ-বিলাস বিশেষহি বিরচল
বিরমল ভোজন পান।
বোলইতে বদনে বচন নহি নিকসই
বলরাম কি কহব জান।।