বিরহ বিকল মায় সোয়াথ নাহিক পায়
নিশি অবসানে নাহি ঘুমে।
ঘরেত রহিতে নারি আসি শ্রীবাসের বাড়ী
আঁচল পাতিয়া শুইলা ভূমে।।
গৌরাঙ্গ জাগয়ে মনে নিদ্রা নাহি সব জনে
মালিনী বাহির হৈয়া ঘরে।
সচকিতে আসি কাছে দেখি শচী পড়ি আছে
অমনি কাঁদিয়া হাতে ধরে।।
উথলি হিয়ার দুখ মালিনীর ফাটে বুক
ফুকারি কান্দয়ে উভরায়।
দুহুঁ দোহাঁ ধরি গলে পড়িল ধরণীতলে
তখনে শুনিয়া সভে ধায়।।
দেখিয়া দোঁহার দুখ সভার বিদরে বুক
কত মতে প্রবোধ করিয়া।
থির করি বসাইল মনে দুখ উপজিল
প্রেমদাস যাউক মরিয়া।।