বিরহ অনলে যদি দেহ উপেখবি
খোয়বি আপন পরাণ।
তুয়া সহচরি যত কোই না জীয়ত
সবহুঁ করবি সমাধান।।
সুন্দরি মাধব আওব গেহ।
তোহারি সম্বাদ সোই যদি পাওব
তব কি রাখব নিজ দেহ।।
আপনক ঘাতে রমণিকুল ঘাতবি
ঘাতবি শ্যামর চন্দ।
জগভরি বিপুল কলঙ্ক তুয়া ঘোষব
দোসর কলমষ-বন্ধ।।
সজল কমলে কমলাপতি পূজহ
আরাধহ মনমথ দেব।
গোবিন্দদাস কহ আশ তব না পূরব
রাধা মাধব সেব।।