বিরহে ব্যাকুল গোকুলপতি অতি
রতিপতি বিপরীত রীতে।
তুয়া যশ বিলপই ধরণী আলিঙ্গই
রৌদ্রে বিকম্পিত শীতে।।
সখি হে ধনি তুয়া রসবতী নাম।
আপন সোহাগ ভাগ করি মানসি
কানুক এহো পরিণাম।।ধ্রু।।
দিবসে অশেষ গতি বুঝই না পারিয়ে
রজনী গোঙারই জাগি।।
তরুতলে তরুতলে ভ্রমরে নিরন্তর
তুয়া পথ বিপথ নেহারি।
জ্ঞানদাস কহ অতএ নিবেদন
এ দুখ সহই না পারি।।