বিরহের জ্বালাএ মরি। কোথাএ গেল প্রাণের হরি।। ধু
বাক্য রূপ কালিন্দীর কূলে , দেখি না কদম্ব তলে, আর ও বাঁশী বৃন্দাবনে ডাকে না রাধাপ্যারী।।
শয়নে স্বপনে দেখি, জাগে জাগনে কান্দিয়া থাকি, সব শূণ্য বৃন্দাবন আইসে না বংশীধারী।।
হীন কমর আলী ভণে, ভাব্য না প্যারী তোর মনে, আসিব তোর প্রাণের হরি দেইখবা দুই নয়ান ভরি।।