বিরস বদনে গোরা কেনে আছে বসি।
নয়নের লোরে মুখ বুক যায় ভাসি।।
কিসের লাগিয়ে আজু ঘন ঘন কাঁপ।
দশনে অধর বিম্ব রহি রহি দাপ।।
সুধামাখা হরিনাম বদনে না ফুরে।
দেখিয়ে তোমার মুখ পরান বিদরে।।
ক্ষেণে উঠে ক্ষেণে বৈসে ছাড়য়ে নিশ্বাস
ধৈরজ ধরিতে নারে গোবিন্দদাস।।
বিরস বদনে গোরা কেনে আছে বসি।
নয়নের লোরে মুখ বুক যায় ভাসি।।
কিসের লাগিয়ে আজু ঘন ঘন কাঁপ।
দশনে অধর বিম্ব রহি রহি দাপ।।
সুধামাখা হরিনাম বদনে না ফুরে।
দেখিয়ে তোমার মুখ পরান বিদরে।।
ক্ষেণে উঠে ক্ষেণে বৈসে ছাড়য়ে নিশ্বাস
ধৈরজ ধরিতে নারে গোবিন্দদাস।।