বিরলে বসিয়া আছিল শুতিয়া
শুন গো পরাণ-সখি।
নিশিতে আসিয়া দিল দরশন
কমল-নয়ান-আঁখি।।
পেয়ে বহু ধন অমূল্য রতন
থুইতে নাহিক ঠাঁই।
কোন্‌খানে থোব সে হেন সম্পদ্
মোর পরতীত নাই।।
যত ছিল তাপ দূরে গেল পাপ
বিরহ বেদনা যতি।
রাখে পেয়ে ধন আমার তেমন
ইহা না রাখিব কতি।।
আজি নিশি দিন ভেল শুভক্ষণ
বঁধুয়া মিলল কোলে।
হাসি বিনোদিনী কহে আধ বাণী
হাসিয়া হাসিয়া বলে।।
না পাই কহিতে বিরল হইয়া
মনে মোর যত আছে।
চণ্ডীদাস কহে আসি প্রিয়া মোরে
সে কথা কহিবে পাছে।।