বিরমল রতিরণ বৈঠল দুহুঁজন
মোছই দুহুঁ মুখচন্দ।
দুহুঁজন বদনে তাম্বূল দুহুঁ দেয়ল
বসন ঢুলায়ত মন্দ।।
দুহুঁ মুখ দুহুঁ রহি চাই।
আহা মরি বলিয়া বদন ঘন চুম্বই
দুহুঁ দুহুঁ তনু বিলুঠাই।।
নীল পিত বসনে শোভিত ভেল দুহুঁ তনু
মণিময় আভরণ সাজ।
যৈছন রসিক রমণি রসনাগরি
তৈছন বিদগধরাজ।।
কতহু যতন করি বিহি নিরমায়ল
দুহুঁ তনু একই পরাণ।
বিকশিত কুসুম শোভিত নব পল্লব
গোবিন্দদাসিয়া পরমাণ।।