বিমল হেম জিনি তনু অনুপাম রে
তাহে শোভে নানা ফুল দাম।
কদম্ব কেশর জিনি একটি পুলক রে
তার মাঝে বিন্দু বিন্দু ঘাম।।
চলিতে না পারে গোরা- চান্দ গোসাঞি রে
বলিতে না পারে আধ বোল।
ভাবে অবশ হইয়া হরি হরি বোলাইয়া
আচণ্ডালে ধরি দেই কোল।।
গমন মন্থরগতি জিনি ময়মত্ত হাতী
ভাবাবেশে ঢুলি ঢুলি যায়।
অরুণ বসনছবি জিনি প্রভাতের রবি
গোরা অঙ্গে লহরী খেলায়।।
এ হেন সম্পদ কালে গোরা না ভজিলুঁ হেলে
তুয়া পদে না করিলুঁ আশ।
শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর শ্রীনিত্যানন্দ
গুণ গায় বৃন্দাবন দাস।।