বিমল কমল মুখি ন করিঅ মানে।
পাওত বদন তুঅ চাঁদ সমানে।।
কামে কপট কনকাচল আনী।
হৃদয় বইসাওল দুই করে জানী।।
তেঁ পাতকে তোহি মাঝহি খীনী।
লঘু গতি হংসহু তহ অতি হীনী।।
এঁ ধনে সুখিত হোয়ত জুবরাজে।
বসনে ঝপাবহ কী তোর কাজে।।
হসি পরিরম্ভি অধর মধু দানে।
কখনে ফুজলি নিবি কেও নহি জানে।।
ভনই বিদ্যাপতি রসিক সুজানে।
রুকুমিনি দেই পতি সুন্দর কাহ্নে।।