বিবিধ কুসুম দিয়া
সিংহাসন নিরমিয়া
কানাই বসিলা রাজাসনে।
রচিয়া ফুলের দাম
ছত্র ধরে বলরাম
গদগদ নেহারে বদনে।।
অশোক পল্লব ধরে
সুবল চামর করে
সুদামের করে শিখিপুচ্ছ।
ভদ্রসেন গাঁথি মালে
পরায় কানাইর গলে
শিরে দেয় গুঞ্জাফলগুচ্ছ।।
স্তোককৃষ্ণ পুতি বানা
ঠাঞি ঠাঞি বসাইলা থানা
আজ্ঞা বিনে আসিতে না পায়।
শ্রীদামাদি দূত হৈয়া
কানাইর দোহাই দিয়া
চারি পাশে ঘুরিয়া বেড়ায়।।
করযুগ যুড়ি তথি
অংশুমান করে স্তুতি
রাজ-আজ্ঞা বচন চালায়।
বটু করে বেদধ্বনি
পড়ে আশীর্ব্বাদ-বাণী
দাম বসুদাম নাচে গায়।।
অতি মনোহর ঠাট
নিরমিয়া রাজপাট
কতেক হইল রসকেলি।
এ উদ্ধবদাস কয়
সখ্যদাস্যরসময়
সেবয়ে সকল সখা মেলি।।