বিবিধ কুসুম আনিয়া নাগর
করল আমার বেশ ।
বেণী বানাইয়া করবী বান্ধিল
যতনে আঁচড়ি কেশ।।
সখি হে কি কব সুখের কথা।।
দাবানলে পুড়ি ফুল বিথারল
যৈছন লবঙ্গলতা।।ধ্রু।।
দারুণ শিশিরে পদুমিনী জনু
জীবনে মরিয়া ছিল।
প্রবল রবির কিরণ পাইয়া
জনু বিকসিত ভেল।।
ঐছে মোর পিয়া বেশ বানাইয়া
রাখিল হিয়ায় ভরি।
এ দাস অনন্ত কহই পিরিতি
বালাই লইয়া মরি ।।