বিপিনহিঁ কেলি কয়ল দুহুঁ মেলি।
জল মাহা পৈঠি কয়ল জলকেলি।।
নাহি উঠল দুহুঁ মোছল অঙ্গ।
দুহুঁ রূপ নিরখিতে মুরুছে অনঙ্গ।।
অঙ্গে করল দুহুঁ নব নব বেশ।
কবরি বনায়ল বান্ধল কেশ।।
নিজ নিজ মন্দিরে কয়ল পয়ান।
গোবিন্দদাসিয়া দুহুঁক গুণগান।।