বিপিনহিঁ কেলি করত দুহুঁ মেলি।
জলমাহা পৈঠই করত হি কেলি।।
নাহি উঠত দুহুঁ মোছলহি অঙ্গ।
দুহুঁ রূপ নিরখিতে মূরুছে অনঙ্গ।।
অঙ্গে করল দুহুঁ নব নব বেশ।
কবরি বনায়ল বান্ধল কেশ।।
নিজ নিজ মন্দিরে কয়ল পয়ান।
গোবিন্দদাস দুহুঁক গুণ গান।।
বিপিনহিঁ কেলি করত দুহুঁ মেলি।
জলমাহা পৈঠই করত হি কেলি।।
নাহি উঠত দুহুঁ মোছলহি অঙ্গ।
দুহুঁ রূপ নিরখিতে মূরুছে অনঙ্গ।।
অঙ্গে করল দুহুঁ নব নব বেশ।
কবরি বনায়ল বান্ধল কেশ।।
নিজ নিজ মন্দিরে কয়ল পয়ান।
গোবিন্দদাস দুহুঁক গুণ গান।।