বিপরীত অম্বর পালটি পিন্ধায়ব
বান্ধব কুন্তল-ভার।
গাঁথি দুহুঁক হিয়ে পুন পহিরায়ব
টূটল মোতিম-হার।।
হরি হরি কব নব-পল্লব-শয়নে।
রতি-রণ-ছরমে ঘরমে দুহুঁ বৈঠব
বীজব কিশলয় বিজনে।।
লোচন-খঞ্জন কাজরে রঞ্জব
নব-কুবলয় দুই কাণে।
সিন্দুর চন্দনে তিলক বনায়ব
অলক করব নিরমাণে।।
দুহুঁ-মুখ-জোতি মুকুর দরশায়ব
দেয়ব সকপুর পাণে।
বলরাম দাসক চির-দুখ মীটব
কব দুহু হেরব নয়ানে।।